এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২২, ০৮:১০ পিএম
বৈশালী টক্করের আত্মহত্যার নেপথ্যে
রোববার (১৬ অক্টোবর) বৈশালী টক্করের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। সেখান থেকে তার একটি ডায়েরিও উদ্ধার করে পুলিশ। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস
ডায়েরি পড়ে সব পরিষ্কার হয়ে উঠে সবার কাছে। পুলিশ জানায়, নিয়মিতই ডায়েরি লেখার অভ্যাস ছিল বৈশালীর। একটি সুইসাইড নোটও পাওয়া গেছে, যা দেখে বুঝা যায় অভিনেত্রীর আত্মহত্যার উস্কানি দিয়েছে রাহুল এবং তার স্ত্রী দিশা। সোমবার ( ১৭ অক্টোবর) তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
তিনি প্রতিবেশী রাহুল নাভলানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনন্দন সিংহের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার আগে। বিবাহিত হওয়ার পরও রাহুল বৈশালীর সঙ্গে সম্পর্কে জড়ায়। এই কারণে সম্পর্ক রাখতে চাননি অভিনেত্রী।
কিন্তু আপত্তিকর ছবি হবু বরকে দেখিয়ে বিয়ে ভেঙে দেন রাহুল। রাহুলের স্ত্রী দিশা এ বিষয়ে সব জানার পরেও বৈশালীর নামে বাজে কথা ছড়ায় । এদিকে বৈশালীকেও বিয়ে করতে দেবেন না, এমন কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়ে নিজের জীবন দিয়ে দেন অভিনেত্রী।
এসব তথ্য বৈশালীর সুইসাইড নোট আর তার লেখা ডায়েরি থেকে জানতে পারে পুলিশ। মৃত্যুর আগে রাহুল ও তার স্ত্রী দিশাকে মৃত্যুর জন্য দায়ী করেছেন বৈশালী টক্কর। তাদের শাস্তিতেই বৈশালীর আত্মা শান্তি পাবে এমন শেষ ইচ্ছা প্রকাশও করে লিখে গেছেন তার সুইসাইড নোটে তিনি।