ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

রামগড়ে ভারতীয় ইয়াবা আটক করেছে বিজিবি


মোঃ বাহার উদ্দিন   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২২, ১০:৪৫ পিএম

রামগড়ে ভারতীয় ইয়াবা আটক করেছে বিজিবি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক আটক করেছে ৪৩ বিজিবির সদস্যরা। বুধবার (১৯ অক্টোবর) বিকাল বেলা রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ মহামুনি বিওপি‘র সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল পৌর শহরের মহামুনি এলাকার ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৭ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় ইয়াবা আটক করে। 

এছাড়াও মঙ্গলবার (১৮ অক্টোবর) কাশিবাড়ী বিওপি‘র একটি টহল দল মন্দিরঘাট নামক স্থান হতে মালিকবিহীন ৩৬ হাজার টাকার ভারতীয় মদ আটক করে।

আটককৃত অবৈধ ভারতীয় ইয়াবা ও মদ রামগড় থানায় সাধারণ ডায়েরি এন্ট্রি করে পরবর্তীতে তা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং এধরনের মাদক পাচারকারীর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে  বলে জানিয়েছেন ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান।