এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ০৭:০৪ পিএম
ভিয়েনায় সমঝোতা না হলেও ইরানে বৈদেশিক মুদ্রা সংস্থানে সমস্যা হবে না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী সালেহাবাদি বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে না এলেও দেশে বৈদেশিক মুদ্রা সংস্থানে সমস্যা হবে না।
তিনি আরও বলেন, বর্তমানে ইরানের তেল ও তেলজাত পণ্যের উৎপাদন নিষেধাজ্ঞা-পূর্ববর্তী অবস্থায় পৌঁছে গেছে। ভালো পরিমাণ তেল বিক্রি হচ্ছে এবং তেল বিক্রির সব অর্থ দেশে পৌঁছাচ্ছে। এ কারণে পরমাণু সমঝোতা না থাকলেও বৈদেশিক মুদ্রার বাজারে কোনো সমস্যা সৃষ্টি হবে না।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেছেন, ইরান ব্রিটেনের পাওনা পরিশোধ করেছে এবং ঐ অর্থ ইরানে পৌঁছেছে। ইরান প্রাপ্ত অর্থ কাজে লাগিয়েছে বলে জানান আলী সালেহাবাদি।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা দীর্ঘ দিন চলার পর বর্তমানে থেমে আছে। ইরান বলেছে, আমেরিকাকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
আমেরিকা এখনও ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে