এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ০৭:০৪ পিএম
ইসরাইল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অবৈধ ইহুদিবাদী ইসরাইল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আল-কুদস আল আরাবি-তে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও লিখেছেন, ফিলিস্তিন সমস্যা সমাধানের উপায় হলো ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে এই ভূখণ্ডের সব প্রকৃত অধিবাসী ও শরণার্থীদের অংশগ্রহণে গণভোট আয়োজন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি সমর্থন জানিয়ে ইমাম খোমেনী (রহ.) বিশ্ব কুদস দিবস ঘোষণা করেন যাতে ফিলিস্তিনি জাতির সঙ্গে একাত্মতা প্রকাশের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত হয়।
তিনি বলেন, কুদস দিবস হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, দখলদার ইহুদিবাদীদের প্রতি ঘৃণা, বর্ণবাদসহ সব অপরাধযজ্ঞ এবং অমানবিকতার প্রতি নিন্দা জানিয়ে মুসলমানসহ স্বাধীনতাকামীদের ঐক্য প্রদর্শনের এক বড় সুযোগ। একই সঙ্গে এটি প্রতিরোধের প্রতীক।
কয়েকটি আরব মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করায় দখলদারেরা জুলুম ও নৃশংসতা আরও বাড়িয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে