ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Logo
logo

কলকাতার হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করল রোবট ‘দ্য ভিঞ্চি’ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৮:০৪ পিএম

কলকাতার হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করল রোবট ‘দ্য ভিঞ্চি’ 

কলকাতার হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করল রোবট ‘দ্য ভিঞ্চি’ 

পূর্ব ভারতে এই প্রথম এভাবে কিডনি প্রতিস্থাপন করছে রোবট। অ্যাপোলো মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ এই পদক্ষেপ নেওয়া হয়। গত ১৯ এপ্রিল এক রোগীর শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেছে ‘দ্য ভিঞ্চি’। সংবাদ প্রতিদিন

 হাসপাতালের ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ জানিয়েছেন, শরীরে কিডনি প্রতিস্থাপনের জন্য তলপেটে প্রায় ১০ ইঞ্চি ফুটো করতে হতো। কিন্তু রোবটের দৌলতে মাত্র দেড় ইঞ্চি ফুটোতেই কাজ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের কথা অনুযায়ী, ‘দ্য ভিঞ্চি’ রোবটের হাতের মুভমেন্ট প্রায় মানুষের মতোই এবং রোবটের হাত এতই নিঁখুত যে কিডনি প্রতিস্থাপনে জটিলতা অনেক কম। রক্তক্ষরণ নামমাত্র, এমনকী রোগী সুস্থও হচ্ছেন অনেক দ্রুত।

সাধারণ কিডনি অস্ত্রোপচারে খরচ ১০ লক্ষ টাকা। রোবট প্রতিস্থাপনে খরচ ২ লাখ বেশি। তবে আগামী দিনে অস্ত্রোপচারের সংখ্যা বাড়লে এই খরচ অনেকটাই কমবে বলে মত চিকিৎসকদের।