ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মেলবোর্নে বিরাটের ব্যাটিংয়ের সময় স্তব্ধ হয়ে গিয়েছিল বাজার অর্থনীতি, বলছে সমীক্ষা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম

মেলবোর্নে বিরাটের ব্যাটিংয়ের সময় স্তব্ধ হয়ে গিয়েছিল বাজার অর্থনীতি, বলছে সমীক্ষা

মেলবোর্নে বিরাটের ব্যাটিংয়ের সময় স্তব্ধ হয়ে গিয়েছিল বাজার অর্থনীতি, বলছে সমীক্ষা

 মেলবোর্নে বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় সারা ভারতের বাজার অর্থনীতি থমকে গিয়েছিল। এটাই জানিয়েছে এক সমীক্ষা।
গত রবিবার পাকিস্তানের বিপক্ষে কোহলির ব্যাটিংয়ের সময় অনলাইন শপিং বন্ধ হয়ে গিয়েছিল কার্যত। এতে করে বাজার অর্থনীতিতে দারুণ প্রভাব পড়েছিল। এরকম একটি তথ্য তুলে ধরে এ খবর দিয়েছেন ম্যাক্স লাইফের শীর্ষ অধিকর্তা মিহির ভোরা।
তিনি একটি টুইট করে জানান, রবিবার ভারতীয় দল যখন ব্যাটিং করছিল, বিশেষ করে কোহলি, সেইসময় সবাই অনলাইন শপিং বন্ধ করে দিয়েছিলেন। একজন ব্যাটসম্যান সব আকর্ষণ তাঁর দিকে নজর ঘুরিয়ে দিতে পারেন, সেটি দেখা গিয়েছে সেদিনই। 
ম্যাচের দিন সকালেও ভালই অনলাইন শপিং হয়েছিল। কিন্তু ভারত-পাক ম্যাচের সময় বাজার অর্থনীতিতে ভালই প্রভাব পড়েছে। সেইসময় অনেকেই যে যেখানে পেরেছেন, টিভিতে চোখ রেখেছিলেন। বিশেষ করে কোহলির ব্যাটিংয়ের সময় দেখা যায়, সবাই খেলা নিয়েই মেতেছিল। যার ফলে অনলাইন শপিং তেমন হয়নি।
শুধু তাই নয়, বহুক্ষেত্রে দেখা গিয়েছে অনেকেই ওই সময় মার্কেটিংও বন্ধ রেখেছিলেন। তাই বাজারে তার প্রভাব পড়েছিল।


খবর দ্য ‍ওয়ালের /এনবিএস/২০২২/এক