ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ব্রিটেনে কোভিড তহবিল জালিয়াতি ১৫ বিলিয়ন পাউন্ড, অর্থ পাচারও হয়েছে বিদেশে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৮:০৪ পিএম

ব্রিটেনে কোভিড তহবিল জালিয়াতি ১৫ বিলিয়ন পাউন্ড, অর্থ পাচারও হয়েছে বিদেশে

ব্রিটেনে কোভিড তহবিল জালিয়াতি ১৫ বিলিয়ন পাউন্ড, অর্থ পাচারও হয়েছে বিদেশে

কোভিড খাতে অর্থের ‘প্রতারণা ও ত্রুটি’র মাধ্যমে ব্রিটেন থেকে কম করে হলেও ১৫ বিলিয়ন পাউন্ডের ঘাপলা ধরা পড়েছে। বাউন্স-ব্যাক লোনের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে গেছে ব্রিটেনের বাইরে। ডেইলি মেইল

তবে এধরনের অর্থ কেলেঙ্কারীকে ‘টিপস অব দি আইসবার্গ’ হিসেবে অভিহিত করে বলা হচ্ছে কেলেঙ্কারী বা অর্থ পাচারের ঘটনা আরো বড়। 

 এসব অর্থ নিয়ে অপরাধীরা জুয়া খেলেছেন কেউবা বাগানের উন্নয়ন করেছেন। বর্ডারগার্ডরা মোটা অঙ্কের টাকাসহ বেশ কয়েকজনকে ধরতে সমর্থ হয়েছেন। এদের আইনের আওতায় আনা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কোভিড তহবিল থেকে দেওয়া ৪৭ বিলিয়ন পাউন্ড থেকে ১৭ বিলিয়ন পাউন্ড উদ্ধার করা যাবে না বলে শঙ্কা করা হচ্ছে। 

কোভিড তহবিল অপব্যবহারের মধ্যে একজন ভুয়া পরামর্শ দিয়ে ২৯ হাজার পাউন্ড পকেটে ভরেছেন। একজন কোমল পানীয় কোম্পানির মালিক যিনি সর্বোচ্চ ঋণ পেতে তার টার্নওভার ১০০ গুণ বাড়িয়েছিলেন এবং আরেকজন রেস্তোরাঁর মালিক যাকে ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় উচ্ছেদ করা সত্ত্বেও ঋণ দেওয়া হয়েছিল।