ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

৫০ তম জন্মদিনে নায়ক রিয়াজের মনে বিষাদের ছায়া


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২২, ০৭:১০ পিএম

৫০ তম জন্মদিনে নায়ক রিয়াজের মনে বিষাদের ছায়া

৫০ তম জন্মদিনে নায়ক রিয়াজের মনে বিষাদের ছায়া

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। খুব অল্পদিনে নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে দর্শকনন্দিত হয়েছে এই অভিনেতা। আজ (২৬ অক্টোবর) এই খ্যাতিমান মানুষটির জন্মদিন। আমাদের সময় ডটকমের পক্ষ থেকে তাকে জন্মদিনের অফুরান শুভেচ্ছা। শুভ জন্মদিন ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র নায়ক রিয়াজ।

১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় রিয়াজের জন্ম। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট।

নায়ক রিয়াজ এবারের জন্মদিনে বিশেষ কোন আয়োজন রাখেননি। জন্মদিনের আনন্দের পাশাপাশি তার মনে ভর করেছে বিষাদের ছায়া। ঘূর্ণিঝড় সিত্রাং কবলিত মানুষের জন্য মন খারাপ এ নায়কের।

রিয়াজ গণমাধ্যমকে জানান, জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পাচ্ছি। এটি আমাকে আনন্দ দিচ্ছে, কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে। তবে বাংলাদেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী, উপকূলীয় অঞ্চলের মানুষ খুবই কষ্টে আছে। তাদের জন্য খারাপ লাগছে। আরটিভি

৫০ বছর বয়স উপলক্ষে ‘দুই দুয়ারী’ সিনেমার এই নায়ক বলেন, পঞ্চাশটা বছর কীভাবে চলে গেল, নিজেও বুঝতে পারছি না। মনে হয়, চিরযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে মাফ করে দেন।