এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২২, ০৭:১০ পিএম
পাটুলিতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিল দম্পতি, তিন দিনে দ্বিতীয়বার হামলা
দুদিন আগে পাটুলিতে (Patuli) এক দম্পতির (Couple) উপর হামলার অভিযোগ উঠেছিল স্থানীয় কয়েকজন যুবকের উপর। ওই দম্পতির অভিযোগ ছিল, গভীর রাতে তাঁদের বাড়ির রোয়াকে বসে স্থানীয় কয়েকজন যুবক মদ্যপান করতে করতে হল্লা করছিল। তার প্রতিবাদ করায় সেদিন একদফা মারধর করা হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার ফের ওই দম্পতিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পাটুলির বাসিন্দা বিশাল চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী সেদিন রাতের ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। বিশালের অভিযোগ, সেই রাগ মেটাতে বৃহস্পতিবার দুপুরে ফের তাঁদের বাড়ির সামনে খালি মদর বোতল ভাঙে স্থানীয় কয়েকজন।
হনুমানের বাঁদরামিতে পুরুলিয়ার গ্রামে গৃহবন্দি মানুষ, জখম অনেকে
এদিন ফের পাটুলি থানায় অভিযোগ করেন বিশাল ও সুদীপ্তা। অভিযোগ, এদিন বাধা দিতে গেলে বিশালকে মেরে বাঁ চোখের নীচের অংশ ফাটিয়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত বিজয় ঘরামি-সহ তিনজনকে এদিন থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। তারপর তাদের গ্রেফতার করা হয়েছে। আগামীকাল এই তিনজনকে আলিপুর আদালতে পেশ করবে পাটুলি থানার পুলিশ।
কলকাতা শহরে প্রকাশ্য মদ্যপান এখন পরিচিত দৃশ্য। বহু জায়গায় এমনও দেখা যায় পুরসভার লাগানো মেটাল লাইটের পোস্টের নীচে লাইন দিয়ে বাইক দাঁড় করিয়ে চলছে মদ্যপান। পুলিশি তৎপরতা থাকলেও বহু জায়গায় প্রশাসনের চোখে ধুলো দিয়েই খোলা আকাশের রাস্তায় মদ্যপান চলে। পাটুলিও সেইরকম ঘটনা বলেই মত অনেকের।
/খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে