ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ডু প্লেসি বলেছেন, বড় খেলোয়াড়দের এমনটা হওয়া স্বাভাবিক, কোহলির ব্যর্থতা নিয়ে ডু প্লেসি 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

ডু প্লেসি বলেছেন, বড় খেলোয়াড়দের এমনটা হওয়া স্বাভাবিক, কোহলির ব্যর্থতা নিয়ে ডু প্লেসি 

ডু প্লেসি বলেছেন, বড় খেলোয়াড়দের এমনটা হওয়া স্বাভাবিক, কোহলির ব্যর্থতা নিয়ে ডু প্লেসি 

কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না দুই বছরের বেশি সময়। সেঞ্চুরি তো দূর, এখন রান করতেই যেন কষ্ট হচ্ছে ভারতীয় তারকার। আইপিএলের এবারের আসরেও রান খড়ায় ভুগছেন কোহলি। 

৯ ম্যাচ খেলে ১২৮ রান করেছেন তিনি। এর মধ্যে দুবার আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। আউটের ধরনেও থাকছে ফর্ম পড়ে যাওয়ার ছাপ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাকে ইনিংস উদ্বোধনে পাঠায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

ম্যাচশেষে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, বড় খেলোয়াড়রা সবাই-ই এমন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা চেয়েছিলাম তাকে সরাসরি মাঠে নামিয়ে দিতে, যেন সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবতে না পারে। এটা সবটাই আত্মবিশ্বাসের খেলা। দলের ভালো না করার পেছনে টপ-অর্ডারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন প্লেসি, এই ম্যাচটাও কার্যত আগের ম্যাচের মতোই ছিল