ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেন অভিযানকে ঘিরে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক করল ব্রিটেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম

ইউক্রেন অভিযানকে ঘিরে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক করল ব্রিটেন

ইউক্রেন অভিযানকে ঘিরে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক করল ব্রিটেন

ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ার করে বার্তা দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি আইনপ্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না।

তিনি আরও বলেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত ব্রিটেন এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এদিকে গতকাল (সোমবার সকালে) ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, ৭টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ২৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি যেসব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে, এরমধ্যে ব্রিটেন অন্যতম।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে