ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

মাস্কের টুইটার কেনার ঘোষণার সঙ্গেই ১২৬ বিলিয়ন ডলার হারাল টেসলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

মাস্কের টুইটার কেনার ঘোষণার সঙ্গেই ১২৬ বিলিয়ন ডলার হারাল টেসলা

মাস্কের টুইটার কেনার ঘোষণার সঙ্গেই ১২৬ বিলিয়ন ডলার হারাল টেসলা

মঙ্গলবারই প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনেছেন এলন মাস্ক৷ টুইটার কতৃপক্ষ ঘোষণা করেছে যে তারা মাস্ককে টুইটার বিক্রি করছে৷ এরপরই ঝড় উঠেছিল ক্রিপ্টো মার্কেটে! প্রায় রাতারাতি ৩০ শতাংশ দাম বেড়ে গিয়েছিল এলনের ডজকয়েনের। কিন্তু এবার উল্টো ধাক্কা৷ মাস্কের টুইটার কেনার খবরে টেসলার হারিয়েছে প্রায় ১২৬ বিলিয়ন ডলার৷ সূত্র মারফৎ জানা গিয়েছে মঙ্গলবার টেসলা ইনকর্পোরেটেড বড় অঙ্কের মূল্য হারিয়েছে৷ কিন্তু কেন এরকমটা হল? 
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টেসলার বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই এরকমটা হয়েছে৷ বাজারে জল্পনা রয়েছে টেসলা প্রধান এলন মাস্ককে তার টুইটার কেনার ৪৪ বিলিয়ন অর্থের জন্য টেসলার ২১ বিলিয়ন অর্থমূল্যের ইকুইটি ছাড়তে পারেন৷ যদিও টুইটার কেনার টাকা কোথা থেকে আসছে তা স্পষ্ট করেননি মাস্ক! তবে বাজারে জল্পনা রয়েছে জোরালো৷
 যা পরোক্ষে প্রভাব ফেলছে টেসলার মূল্যতে৷ টেসলা কোনওভাবেই মাস্কের টুইটার চুক্তিতে জড়িত নয়, তবুও টেসলার শেয়ারগুলি ফাটকাবাজদের দ্বারা টার্গেট হয়েছে৷ মঙ্গলবার টেসলার শেয়ারের মূল্য ১২.২ শতাংশ ড্রপ করে যা টেসলার শেয়ারের মূল্য ২১ বিলিয়ন হ্রাসের সমান৷ 
ওয়েডবুশ সিকিউরিটিজ বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেছেন যে অনেকে মনে করছেন টুইটার কেনার জন্য টেসলার শেয়ার বিক্রি করতেৃপারেন মাস্ক এই আশঙ্কায় দামে পতন ঘটিয়েছে৷ যদিও এ বিষয়ে টেসলা কতৃপক্ষ এখনও কোনও জবাব দেননি। প্রসঙ্গত, মঙ্গলবার ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে নাসদাকিউ তার সর্বনিম্ন স্তরে এসে বন্ধ হয়ে গিয়েছে। 
কারণ, বিনিয়োগকারীরা বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে আরও আক্রমনাত্মক হার বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন। মঙ্গলবার টুইটারের শেয়ারগুলিরও দাম ৩.৯ শতাংশ কমে ৪৯.৬৮ তে বন্ধ হয়ে যায়৷ যদিও তার আগে মাস্ক সোমবার টুইটারের শেয়ার প্রতি ৫৪.২০ ডলার দিতে প্রস্তুত হয়েছেন।
 টেসলার বিনিয়োগকারীদের উদ্বেগ প্রতিফলিত করে যে টেসলার শেয়ারের তীব্র পতন, যেখান থেকে মাস্ক তার ২৩৯ বিলিয়ন ডলার সম্পদের সিংহভাগ আয় করে থাকেন৷ অনেকে মনে করছেন টেসলার শেয়ার মূল্য পড়ে যাওয়া বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে টুইটার চুক্তি সম্পর্কে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য করবে৷৷খবর ওয়ান ইন্ডিয়ার /এনবিএস/২০২২/একে