এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম
শিবসেনা দাবি করেছে গ্রেফতার হওয়া বিজেপি সাংসদ নবনীত রানার 'আন্ডারওয়ার্ল্ড লিংক' রয়েছে
মহারাষ্ট্রের হুনুমান চালিশা ইস্যুতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে হনুমান চালিশা পাঠ করার হুমকি দেন বিজেপি সাংসদ নবনীত রানা। এরপর দেশদ্রোহের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন অমরাবতীর সাংসদ নবনীত। যথারীতি একজন সাংসদের গ্রেফতারি হইচই ফেলে দিয়েছে রাজ্যজুড়ে। এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতিতে হট টপিক নবনীত রানার গ্রেফতারি।
এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন শিবসেনার দলীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তিনি অভিযোগ করলেন, নবনীতের সঙ্গে অপরাধ জগতের সরাসরি সম্পর্ক আছে৷ মঙ্গলবার রাতে সঞ্জয় রাউত ট্যুইট করেন, ' নবনীত রানা ইউসুফ লাকড়াওয়ালার কাছ থেকে ৮০ লক্ষ টাকার লোন নিয়েছিলেন।
এই ইউসুফের বিরুদ্ধেই ডি গ্যাংয়ের সঙ্গে যোগ এবং আর্থিক তছরুপের অভিযোগ ছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতারও করেছিল৷ আমার প্রশ্ন, ইডি কি তদন্ত করেছে? এটা জাতীয় সুরক্ষার প্রশ্ন৷' এই ট্যুইটে প্রধানমন্ত্রীর দফতর এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসকে ট্যাগও করেন তিনি৷
এই কাণ্ডে বিজেপিকেও জড়িয়েছেন সঞ্জয়। তাঁর অভিযোগ অমরাবতীর সাংসদকে বাঁচাতে চাইছে বিজেপি। বুধবার তিনি ট্যুইট করেন,'অপরাধ জগতের সঙ্গে প্রত্যক্ষ যোগ। প্রায় ২০০ কোটির আর্থিক তছরুপ কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল ইউসুফকে। সম্প্রতিই সে মারা যায়। তার সেই অর্থ এখন নবনীতের অ্যাকাউন্টে।
ইডি কবে নবনীতকে চা খাওয়ার নিমন্ত্রণ পাঠাবে? ডি-গ্যাংকে বাঁচানোর চেষ্টা চলছে কেন? বিজেপিই বা এইক্ষেত্রে চুপ কেন?' তাপমাত্রা বাড়ছে, জঙ্গলে আগুন লাগার ঘটনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন মোদী দেখা যাচ্ছে, ইউসুফ লাকড়াওয়ালা পেশায় একজন বিল্ডার। সিনেমাতেও বিনিয়োগ করত সে। গতবছর ইডি তাকে গ্রেফতার করে, সেপ্টেম্বর মাসে আথার রোড জেলে সে মারা যায়।
কিন্তু ঠিক কোন কারনে নবনীত রানাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ? বিশেষজ্ঞদের মতে, অমরাবতীর সাংসদকে গ্রেফতারের কারন নিতান্তই রাজনৈতিক৷ নবনীত ও তাঁর স্বামী রবি রানা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চাল্লিশা পাঠের ডাক দিয়েছিলেন।
এরপরই তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা আরোপ করা হয় তাঁদের বিরুদ্ধে। যার মধ্যে দেশদ্রোহের অভিযোগ অন্যতম। খবর ওয়ান ইন্ডিয়ার /এনবিএস/২০২২/একে