ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেয়া হবে: সালামি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেয়া হবে: সালামি

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেয়া হবে: সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে শত্রুদের হস্তেক্ষপ ও শয়তানি কার্যকলাপের নিশ্চিত জবাব দেয়া হবে। তবে কোথায় এবং কীভাবে এ জবাব দেয়া হবে তা এখনই আমরা বলছি না।

তিনি আজ (শুক্রবার) তেহরানে গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকীর মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী দিবসের মিছিলে ইরানি জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেন, আজ সারাবিশ্ব যে দৃশ্য দেখছে তা হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানি জনগণের ব্যাপক প্রতিবাদ।

জেনারেল সালামি বলেন, বিদেশি গণমাধ্যমগুলো সাহস থাকলে ইরানি জনগণের এই ব্যাপক অংশগ্রহণের খবর ছবিসহ প্রচার করুক। আইআরজিসির কমান্ডার বলেন, আজকের শোভাযাত্রায় অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষ বয়সে তরুণ এবং এ বিষয়টি প্রমাণ করে, ইরানি জনগণ এখনও তাদের বিপ্লব রক্ষা করতে বদ্ধপরিকর।
” খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে