এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম
টুইটার পরিষেবা বসে গেল সাতসকালে, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পরে প্রথম বিপত্তি
সাতসকালে বসে গেল টুইটার পরিষেবা (Twitter Down)। শুক্রবার সকাল থেকেই নেটিজেনদের অভিযোগে ভরে যায় মাইক্রোব্লগিং সাইট। সাইটে লগ ইন করতে পারেননি অনেকে। বারবারই এসেছে পপ আপ, ‘সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেইন!’
জানা গেছে, ভারতীয় সময়, ভোর তিনটের দিকে এই সমস্যা শুরু হয়েছে। বেলা সাতটা বাজার পর থেকে বাড়তে থাকে সমস্যা। একের পর এক টুইারিয়ান লিখতে থাকেন, কোনও ভাবেই লগ ইন করতে পারছেন না।
সবে দিন তিনেক হয়েছে, ইলন মাস্ক মালিকানা পেয়েছেন টুইটারেরে। … কোটি টাকা দিয়ে টুইটার কিনে নিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে ছাঁটাই অভিযান। টুইটারের সিইও পরাগ আগরওয়ালের চাকরি যায় প্রথম দিনেই। আরও কয়েক জন উচ্চপদস্থ আধিকারিককে ছাঁটাই করা হয়। আজ, শুক্রবার গণসাফাই অভিযানের কথাও জানান তিনি।
মনে করা হচ্ছে, ইলন মাস্কের গণছাঁটাই অভিযানের সঙ্গে টুইটারের এই বিপত্তির যোগ রয়েছে। কারণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, যতক্ষণ না এই ছাঁটাই প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ বেশ কয়েকটি অফিস সাময়িক ভাবে বন্ধ রাখা হবে আজ থেকে। সেই কারণেই এই গন্ডগোল ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
গতকাল, বৃহস্পতিবারই সমস্ত টুইটারকর্মীকে একটি ইমেল করা হয় সংস্থার তরফে। তাতে বলা হয়, ‘টুইটারের কোনও কর্মী যদি কোনও অফিসে বা অফিসের পথে থাকেন, তাহলে যেন বাড়ি ফিরে যান। কারণ আজ, শুক্রবার থেকে শুরু হবে ছাঁটাই। টুইটারকে ঠিক পথে নিয়ে যেতেই বিশ্ব জুড়ে কর্মীসংখ্যা কমানোর কঠিন পথে হাঁটবে সংস্থা।
টুইটার একটি অফিস মেমোর মাধ্যমে জানিয়েছে, যাঁদের চাকরি যাবে, ব্যক্তিগত অ্যাড্রেসে ইমেল করে তাঁদের সে খবর জানানো হবে। যাঁদের চাকরি রইল, তাও মেল করে জানানো হবে, কিন্তু সেই মেল যাবে অফিসের ইমেলে। এই পদ্ধতি চলাকালীন প্রত্যেক কর্মী এবং টুইটারের কম্পিউটার ডেটা যাতে সুরক্ষিত থাকে, সে জন্য বেশ কয়েকটি অফিস সাময়িক ভাবে বন্ধ রাখা হবে বলেও জানানো হয়।
সূত্রের খবর, সাড়ে ৭ হাজার কর্মীর চাকরি যেতে পারে আজ। এত বড় কর্মকাণ্ডের জেরেই হয়তো পরিষেবার সমস্যা তৈরি হল, মনে করছেন অনেকেই।
” খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে