এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম
যে নিজে দখলদার সে কাউকে মুক্তি দিতে পারে না: আমেরিকাকে ইরান
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে ‘মুক্ত’ করার যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত একটি দখলদার শক্তি হিসেবে চিহ্নিত; কাজেই সে কখনও অন্য কোনো দেশকে মুক্ত করতে পারে না।
বাইডেন গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমরা ইরানকে মুক্ত করব। ইরানের বিক্ষোভকারীরা তাদের দেশকে অচিরেই মুক্ত করবে।” তিনি ইরানে কিছু নৈরাজ্য সৃষ্টিকারীর প্রতি ইঙ্গিত করে তাদেরকে ‘বিক্ষোভকারী’ হিসেবে উল্লেখ করেন।
এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক টুইটার বার্তায় বলেছেন, আমেরিকা যে দেশেই হাত দিয়েছে সেই দেশকে হত্যা, লুটপাট ও অস্থিতিশীলতা ছাড়া আর কিছু দিতে পারেনি। বিশ্ববাসী আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির ভয়াবহ পরিণতির কথা ভুলে যায়নি।
কানয়ানির টুইটার বার্তায় আরো বলা হয়েছে, আইএসের গডফাদারদের পক্ষেই আইএস-স্টাইলের মুক্তি সম্ভব অন্য কিছু নয়। এর আগে গতকাল (শুক্রবার) ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জো বাইডেনকে উদ্দেশ করে বলেছিলেন, ইরানি জনগণ আজ নয় বরং ৪৩ বছর আগে মার্কিন আধিপত্য থেকে স্বাধীনতা অর্জন করেছে। কাজেই তাদের নতুন আর স্বাধীন হওয়ার প্রয়োজন নেই।
রায়িসি বলেন, “আমি কয়েক ঘণ্টা আগে জানতে পারলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা (আমেরিকা) ইরানকে মুক্ত করব।” রায়িসি আরো বলেন, “ইরান ৪৩ বছর আগে স্বাধীন হয়েছে এবং আর কোনোদিন মার্কিন আধিপত্যে ফিরে যাবে না। আমরা আর কখনো আপনাদের দুগ্ধ দানকারী গাভী হবে না।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে