ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

আজ রাজশাহী, রংপুরসহ ৪  বিভাগের দু- এক  জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া  বইবে 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম

আজ রাজশাহী, রংপুরসহ ৪  বিভাগের দু- এক  জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া  বইবে 

আজ রাজশাহী, রংপুরসহ ৪  বিভাগের দু- এক  জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া  বইবে 

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'-এক জায়গায়  আজ বৃহস্পতিবার  এপ্রিল) ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়,  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি ছিল রাজশাহীতে। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ থেকে সামান্য কমে হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবারও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

এদিন, সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকলেও ভ্যাপসা গরম থেকে কিছুটা প্রশান্তি দিচ্ছে দমকা হাওয়া।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইলে ৪, বগুড়ায় ৫, বদলগাছীতে ৭, তাড়াশে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 
ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়েছে  আবহাওয়া  
অফিস।