এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম
ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ মস্কোর জন্য রেড লাইন: ইসরাইলকে রাশিয়া
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনকে এই ব্যবস্থা সরবরাহ করা হবে রাশিয়ার জন্য রেড লাইন এবং এ বিষয়টি যেন তেল আবিব মাথায় রাখে।
ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে লেবাননের আল-মায়াদিন পত্রিকা। খবরটিতে বলা হয়েছে, রাশিয়া বিস্তারিত ঘোষণা না করে তেল আবিবকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিলে তা হবে মস্কোর জন্য রেড লাইন অতিক্রম এবং ইসরাইলকে সেজন্য মূল্য দিতে হবে।
ইসরাইল সরাসরি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না দিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে দিতে পারে বলেও খবর পেয়েছে রাশিয়া। ইসরাইলের ‘কান’ চ্যানেল জানিয়েছে, মস্কো তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে যে, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইউক্রেনকে সমরাস্ত্র দিলেও রাশিয়া তার জবাব দেবে।
এর আগে তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভিক্তোরোভ বলেছিলেন, ইসরাইল ইউক্রেনকে অস্ত্র দিলে তাকে ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে ধরে নেবে মস্কো। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তেল আবিব ও কিয়েভের মধ্যে গোয়েন্দা সহযোগিতা বিদ্যমান রয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যব্স্থা সরবরাহের দাবি জানিয়েছিলেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে