এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম
ভারত শক্তিশালী মিসাইল পরীক্ষা করবে, খবর পেয়েই ভারত মহাসাগরে গুপ্তচর জাহাজ ভাসাল চিন
নজরদারি করতে ভারত মহাসাগরে প্রায়ই নিজেদের গুপ্তচর জাহাজ পাঠিয়ে দেন চিন। ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে চিনের একাধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। কোন দেশ সামরিক জোট তৈরি করছে, কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী হচ্ছে এসব খবর জানতে ভারত মহাসাগরকেই পাখির চোখ করেছে বেজিং। ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে এই খবর পৌঁছনোর পরেই গুপ্তচর জাহাজ (China Spy Ship) সাগরে ভাসিয়ে দিয়েছে চিন. কী ধরনের মিসাইল টেস্ট হবে, তার পাল্লা কতটা, কোন গোত্রের ক্ষেপণাস্ত্র–এসব জানতেই নাকি এখন মরিয়া চিন।
জানা গেছে, ‘উয়ান ওয়াং-৬’ নামে একটি চিনা জাহাজকে (China Spy Ship) ভারত মহাসাগরে ঘোরাফেরা করতে দেখা গেছে। মাস তিনেক আগে শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরে নোঙর করেছিল একই গোত্রের একটি জাহাজ। যা নিয়ে সেই সময় হইচই হয়েছিল। কলম্বোকে হুঁশিয়ারি দিয়েছিল নয়াদিল্লি। যদিও ভারতের কথাকে আমল না দিয়েই ‘উয়ান ওয়াং-৫’ চিনা জাহাজ শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছিল।
ভারতীয়রা খুব ‘প্রতিভাবান’, দেশের দারুণ উন্নতি হবে, প্রশংসায় পঞ্চমুখ পুতিন
সূত্রের খবর, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খুঁটিনাটি জানতেই নাকি জলে ভেসেছে ওই চিনা জাহাজ। বালি উপকূলের আশপাশে ঘুরঘুর করতে দেখা গেছে জাহাজটিকে। আগামী ১০ অথবা ১১ নভেম্বর ওড়িশা উপকূলের কাছে ২২০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে পারে ভারত। এ খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে আগেই বেরিয়েছিল। খবর শোনার পরেই চিন্তা বেড়েছে বেজিংয়ের। তাই নজরদারি চালাতে গুপ্তচর জাহাজ পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভারত আগেই বলেছিল, ভারত মহাসাগর ক্রমশ রণকৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামী দিনে সেখানে সামরিক ঘাঁটি বানানোর জন্য বিভিন্ন দেশের মধ্যে জোর প্রতিযোগিতা শুরু হবে। গালওয়ান সীমান্ত সংঘাতের আগেই ভারত মহাসাগরে ক্ষেপণান্ত্র প্রতিরোধী চিনা যুদ্ধজাহাজের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল। ভারত মহাসাগরে বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি কয়েকটি চিনা জাহাজকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
চিন আগে কখনও নিজেদের জলসীমার বাইরে যুদ্ধজাহাজ বা নজরদারি জাহাজ খুব একটা পাঠাত না। কিন্তু, ২০০৮ সালে এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের উপদ্রব বাড়লে চিনের নৌবাহিনীও ওই এলাকায় যাতায়াত শুরু করে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে ইদানীং, চিনের জিয়াং ইয়াং হং নজরদারি জাহাজগুলি ভারত মহাসাগরের পূর্ব দিকে টহল দিচ্ছে। গত দুবছর ধরে জিয়াং ইয়াং হং ০১,০২,০৩,০৬ ও ১৯ জাহাজগুলি ভারত মহাসাগরে মোতায়েন করা আছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে