ঢাকা, বুধবার, জানুয়ারী ১, ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Logo
logo

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ড পুনর্গঠন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ড পুনর্গঠন

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ড পুনর্গঠন

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড’ পুনর্গঠন করা হয়েছে। 

কল্যাণ ট্রাস্টের সচিব পদে নিযুক্ত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আর অবসর সুবিধা বোর্ডের সচিব পদে নিযুক্ত হয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সাদী। 

প্রতিষ্ঠান দুটির সর্বশেষ বোর্ডেও তারা একই পদে নিযুক্ত ছিলেন।

বুধবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

গত ৯ এপ্রিল এ দুই কমিটির মেয়াদ শেষ হয়। ফলে অবসর ও কল্যাণ সুবিধার টাকার অপেক্ষায় থাকা ৩০ হাজারের বেশি প্রবীণ শিক্ষক-কর্মচারী পড়েছিলেন চরম বিপাকে। কল্যাণ ট্রাস্টের ফান্ডে প্রায় ২০০ কোটি টাকা জমা থাকলেও লোকবলের অভাবে আবেদনকারীদের টাকা দেওয়া যাচ্ছিল না।

অন্যদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসর ভাতার জন্য হাজার কোটি টাকা অনুদানের সম্মতি দিলেও কমিটি না থাকায় এসব শিক্ষকের পাওনা অর্থ পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।