ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের কারণ কী?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২২, ১১:১১ পিএম

ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের কারণ কী?

ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের কারণ কী?

ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো, গত মাসে তিনি তার দলেরই এক এমপিকে গালাগালি করে খুদে বার্তা পাঠিয়েছেন এবং জ্যেষ্ঠ এক আইনপ্রণেতাকে হুমকি-ধমকি করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

গত সোমবার জ্যেষ্ঠ এক এমপি দৈনিক গার্ডিয়ানকে বলেছেন, গ্যাভিন উইলিয়ামসন তাদের গালাগালি করেছেন এবং হুমকি-ধমকি দিয়েছেন। গতকাল ব্রিটিশ পার্লামেন্টের সাবেক ডেপুটি চিফ হুইপ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গ্যাভিন উইলিয়ামসনের আচরণ হুমকি এবং ভীতি প্রদর্শনমূলক।

নানা অভিযোগে এ নিয়ে তৃতীয়বারের মতো গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটিশ সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হলো। ২০১৯ সালেও ব্রিটেনের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের সম্ভাব্য সম্পৃক্ততার বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন তিনি। এরপর ২০২১ সালে এ লেভেল পরীক্ষার ফল নিয়ে উত্তেজনার জেরে শিক্ষামন্ত্রীর পদ হারান।
। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে