ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের দল এগিয়ে, সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২২, ১১:১১ পিএম

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের দল এগিয়ে, সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের দল এগিয়ে, সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৩৬ জন গভর্নর নির্বাচনের জন্যও ভোট গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ফলাফলে এ নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

আর সিনেটে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দল সমান অবস্থানে রয়েছে। রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের ১৯৯ আসনে জয় নিশ্চিত করেছে। আর জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৭৮টি আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের জন্য দরকার ২১৮টি আসন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেটে উভয় দলই ৪৮টি করে আসন নিশ্চিত করেছে। সিনেট নিয়ন্ত্রণের জন্য ৫১টি আসন প্রয়োজন। এই নির্বাচনের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আগামী দিনের কর্মসূচির ওপর প্রভাব ফেলবে।

আগামী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালে। সেই নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর সেই নির্বাচনে যেন দলীয় মনোনয়নের দৌড়ে না শামিল হন, সে জন্য দলের আরেক সম্ভাব্য প্রার্থী রন ডিস্যান্টিসকে রীতিমত হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। যদিও ফ্লোরিডার গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী চার্লি ক্রিস্টকে পরাজিত করেছেন রিপাবলিকান নেতা রন ডিস্যান্টিস। এই ফলাফলকে ট্রাম্পের জন্য বড় ধরণের দুঃসংবাদ হিসেবে গণ্য করা হচ্ছে।
। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে