ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

একদিনে তিনবার ভূমিকম্প নেপালে, মৃত অন্তত ৬! মাঝরাতে কেঁপে উঠল দিল্লিও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

একদিনে তিনবার ভূমিকম্প নেপালে, মৃত অন্তত ৬! মাঝরাতে কেঁপে উঠল দিল্লিও

একদিনে তিনবার ভূমিকম্প নেপালে, মৃত অন্তত ৬! মাঝরাতে কেঁপে উঠল দিল্লিও


 মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল (Earthquake Hits Nepal), তার জের অনুভূত হল এদেশের রাজধানী শহর দিল্লিতেও (Delhi)। ৬.৩ মাত্রার কম্পন ধরা পড়েছে রিখটার স্কেলে। নেপালে ৬ জন মারা গেছেন বলে জানা গিয়েছে (Killed 6)। দিল্লির ক্ষয়ক্ষতি তেমন কিছু নয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে প্রথম ভূমিকম্পটি হয়। সেখানেই উৎস কম্পনের। উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে। দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকা এবং উত্তরপ্রদেশের কিছু অংশের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার এক দিনে মোট তিন বার কেঁপে উঠেছে নেপাল। সকালে যখন প্রথম ভূমিকম্প হয়, কম্পনের মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে, মাটি থেকে ১০০ কিলোমিটার গভীরে। এর পরে রাত ৯টা নাগাদ ফের কেঁপে উঠেছিল নেপাল। তখন তার মাত্রা ছিল ৪.৯। সেটির উৎসস্থল ছিল নেপাল সীমানার কাছে, ১০ কিলোমিটার গভীরে।

এর পরে মধ্যরাতে ফের কেঁপে উঠল নেপাল। এবার কম্পনের মাত্রা বেশ বেশি। এই কম্পনে দোতি জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একটি বাড়ি ভেঙে পড়েই তিনজনের মৃত্যু হয়। ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি যেন উস্কে উঠেছে এই দিন।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে