ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পরপর দু’বার কেঁপে উঠল উত্তর-পূর্বের একাধিক এলাকা! নেপাল, আন্দামানের পরে অরুণাচলেও ভূমিকম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২২, ১০:১১ পিএম

পরপর দু’বার কেঁপে উঠল উত্তর-পূর্বের একাধিক এলাকা! নেপাল, আন্দামানের পরে অরুণাচলেও ভূমিকম্প

পরপর দু’বার কেঁপে উঠল উত্তর-পূর্বের একাধিক এলাকা! নেপাল, আন্দামানের পরে অরুণাচলেও ভূমিকম্প


নেপাল, আন্দামানের পরে অরুণাচল প্রদেশ। পরপর জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য (Earthquake In Arunachal)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। 
বৃহস্পতিবার সকালে এই কম্পনের কেন্দ্র অরুণাচলের সিয়াং। মাটির নীচে প্রায় ১০ কিলোমিটার গভীরে ঘটে ভূমিকম্প। তবে গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতেই জোরালো কম্পন টের পাওয়া গিয়েছে। আফটারশক আতঙ্কে এখন ভয় পেয়ে আছেন বাসিন্দারা।
বস্তুত, পরপর তিন দিন ভয়াবহ ভূমিকম্পে (earthquake) কাঁপল ভারতের তিন প্রান্ত। মঙ্গলবার নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারের মতো একাধিক রাজ্য। নেপালের কম্পনের মাত্রা ছিল ৬.৭। এর পরে গতকাল, বুধবার মাঝরাতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar island)। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে