ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মাদ্রাসার ওএমআর শিটে বিকৃতি! চার সপ্তাহের মধ্যে ফের ইন্টারভিউ নিতেই হবে, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২২, ১০:১১ পিএম

মাদ্রাসার ওএমআর শিটে বিকৃতি! চার সপ্তাহের মধ্যে ফের ইন্টারভিউ নিতেই হবে, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মাদ্রাসার ওএমআর শিটে বিকৃতি! চার সপ্তাহের মধ্যে ফের ইন্টারভিউ নিতেই হবে, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasah Service Commission) পরীক্ষায় ওএমআর শিট বিকৃত (OMR Sheet Tampered) করার অভিযোগ উঠল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই নিয়ে মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ, বৃহস্পতিবার নির্দেশ দিলেন, আবেদনকারীর ইন্টারভিউ আবার নিতে হবে।

আগামী চার সপ্তাহের মধ্যে এই ইন্টারভিউ নিতে হবে এবং তার ফলাফল নম্বর-সহ আদালতে জমা দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি। কমিশন এতে রাজি না হলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেবে বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
ঠিক কী হয়েছিল?
মামলাকারী পরীক্ষার্থী আব্দুল হামিদের অভিযোগ ছিল, ২০২১ সালের ১৭ই জানুয়ারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়। তিনি তথ্যের অধিকার আইনে উত্তরপত্র দেখতে চেয়েছিলেন। তাতে দেখেন উত্তরপত্রে কেউ অন্য রঙের কালির কলম চালিয়েছে। যে কালো কলমে তিনি পরীক্ষা দিয়েছিলেন, সেটি আদালতে জমা দিয়েছিলেন। 

ওই উত্তরপত্রে অন্য কেউ উত্তর দিয়েছে বলে দাবি করেন পরীক্ষার্থী। তিনি জানান, তিনি সবই যথাযথ উত্তর দিয়েছিলেন। এর পরেই উত্তর পত্রের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। 
ফরেনসিক রিপোর্টে জানা যায়, সেই অভিযোগ সত্যি। গতকাল, বুধবার মাদ্রাসার দুর্নীতি সংক্রান্ত ওই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়েরে বেঞ্চে সেই রিপোর্ট জমা পড়েছে। এর পরেই আজ সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পৃথকভাবে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মামলাকারী পরীক্ষার্থীর ওএমআর শিটে তাঁর নিজের পেন ছাড়াও অন্য পেনের কালির ব্যবহার রয়েছে। এই রিপোর্ট দেখে বিচারপতি জানিয়েছেন, একা ইন্টারভিউ নিতে হবে এই প্রার্থীকে। যোগ্য হলে চাকরি দিতে হবে মাদ্রাসা বোর্ডকে। গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োও রেকর্ডিং করারও নির্দেশ দিয়েছেন তিনি।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে