ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

রাহুলের মিছিলে হাঁটলেন উদ্ধবের ছেলে, রাজনীতির ঊর্ধ্বে রাখলেন ‘ভারতজোড়ো যাত্রা’কে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম

রাহুলের মিছিলে হাঁটলেন উদ্ধবের ছেলে, রাজনীতির ঊর্ধ্বে রাখলেন ‘ভারতজোড়ো যাত্রা’কে

রাহুলের মিছিলে হাঁটলেন উদ্ধবের ছেলে, রাজনীতির ঊর্ধ্বে রাখলেন ‘ভারতজোড়ো যাত্রা’কে

 সময়ের নিরিখি রাজনীতির প্রেক্ষাপট বদলায়। নতুন প্রেক্ষাপটে এমন এমন ফ্রেম তৈরি হয় যা চিরকালীন হয়ে থাকে। বাংলার রাজনীতিতে এমন অনেক ফ্রেম রয়েছে। তা সে শহিদ মিনারে অটলবিহারী বাজপেয়ী-জ্যোতিবাবুর মিটিং হোক বা পার্কসার্কাস ময়দানে রাহুল গান্ধী-বুদ্ধদেব ভট্টাচার্যের সভা। শুক্রবার তেমনই ফ্রেম তৈরি হয়েছে মহারাষ্ট্রের হিঙ্গোলিতে। যেখানে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারতজোড়ো যাত্রায় (Bharat jodo Yatra) পা মিলিয়েছিলেন উদ্ধব ঠাকরের ছেলে তথা শিবসেনার নেতা আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)।


রাহুল এবং আদিত্যর পাশাপাশি হাঁটার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আর আদিত্য বলেছেন, ভারতজোড়ো যাত্রা রাজনীতির ঊর্ধ্বে।এই কর্মসূচি আসলে ভারতের ধারণাকে রক্ষা করার, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার।


উদ্ধবের শিবসেনার একাধিক নেতা ও বিধায়ক পা মিলিয়েছিলেন রাহুলের মিছিলে। উদ্ধবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি না গেলেও ছেলে আদিত্য বেশ খানিকটা হাঁটেন রাহুলের যাত্রায়। শুক্রবার ছিল ভারতজোড়ো যাত্রার ৬৫ তম দিন।

মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণেও রাহুলের পাশে উদ্ধব পুত্রের হাঁটা তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। উদ্ধব মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই মহাজোটে ছিল কংগ্রেসও। যদিও রাহুলের মিছিলে আদিত্যর হাঁটাকে তীব্র কটাক্ষ করেছে একনাথ শিন্ডের শিবির। তাদের বক্তব্য, উদ্ধবের শিবসেনা এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাই কংগ্রেসের মিছিলে হেঁটেছেন আদিত্য। বাবা চক্ষুলজ্জার জন্য হাঁটেননি। তাই দূত হিসেবে ছেলেকে পাঠিয়েছিলেন।

ভারতজোড়ো যাত্রায় রাহুলের পাশে রাজনীতির বাইরের বহু মানুষ হাঁটছেন। রোহিত ভেমুলার মা, গৌরী লঙ্কেশের মা-বোনেরা ইতিমধ্যেই হেঁটেছেন রাহুলের হাত ধরে। মারাঠা মুলুকে পা মেলালেন উদ্ধবের ছেলেও।
 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে