এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম
সুন্দরবনে বাঘ বেড়েছে প্রায় দু’ডজন, কেন্দ্রের রিপোর্টের অপেক্ষায় অরণ্যভবন
ছিল ৯৬। এবার সেটাই বেড়ে হতে পারে কমবেশি ১২৫। সুন্দরবনে (Sundarban) বাঘের (Tiger) সংখ্যা নিয়ে এমনই আশা করছে রাজ্যের বন দফতর। তবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।
গোটা দেশে বাঘ গণনা চলছে। মাস চারেক আগে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর সুন্দরবনের বিভিন্ন কোণায় লাগানো ক্যামেরার ফুটেজ দেরাদুনে পাঠিয়ে দিয়েছিল। এবার কেন্দ্রীয় সরকারের সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে। এই সংস্থাই চার বছর অন্তর দেশে বাঘ গণনা করে।
এর আগে বাঘ গণনা হয়েছিল ২০১৮ সালে। সেইসময়ে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬টি। তবে এবার ২৭টি বাঘ বেড়েছে বলে মনে করছে অরণ্যভবন। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, চূড়ান্ত রিপোর্টে সংখ্যার ক্ষেত্রে দু’একটি এদিক ওদিক হতে পারে তবে কাছাকাছি থাকবে। অর্থাৎ সুন্দরবনে বাঘের সংখ্যা চার বছরে বেশ কিছুটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
চার বছরে এই বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। রাজ্য সরকারও চাইছে সুন্দরবনের আরও কিছু এলাকাকে ‘কোর টাইগার জোন’ হিসেবে চিহ্নিত করতে। গত আড়াই তিন বছরে পর্যটকরা গেলেই সুন্দরবনে মোটামুটি বাঘের দেখা মিলছে। সম্প্রতি একসঙ্গে তিনটি বাঘ ধরা পড়েছিল পর্যটকদের ক্যামেরায়। বাঘের সংখ্যাবৃদ্ধি সুন্দরবনে পর্যটক সংখ্যা বাড়াবে বলেও মনে করা হচ্ছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে