ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

নেভাদায় বিজয়: মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২২, ০১:১১ পিএম

নেভাদায় বিজয়: মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

নেভাদায় বিজয়: মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নেভাদা অঙ্গরাজ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল বিজয়ী হওয়ার মধ্যদিয়ে সিলেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে। নেভাদায় ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথেরিন কর্টেজ ম্যাস্টো বিজয়ী হওয়ায় ডেমোক্র্যাটদের জন্য সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার পথ খুলে যায়।

কর্টেজ ম্যাস্টোর বিজয়ের ফলে সিনেটে এখন ডেমোক্র্যাটিক দলের আসন সংখ্যা হলো ৫০। অন্যদিকে, বিরোধী রিপাবলিকান দলের আসন সংখ্যা ৪৯। এখন বাকি রয়েছে শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচন। সেখানে আগামীর ৬ ডিসেম্বর সিনেটের রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা জর্জিয়ার আসনটি লাভ করে তাহলে সিনেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। সেক্ষেত্রে কোনো ইস্যুতে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের টাই ব্রেকার ভোটের প্রয়োজন হবে না।

তখন সিনেটে ডেমোক্র্যাটারদের হাতে থাকবে ৫১টি আসন আর রিপাবলিকানদের থাকবে ৪৯ আসন। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুবিধা নিয়ে আগামী দুই বছর প্রেসিডেন্ট জো বাইডেন তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন, রিপাবলিকানদের পক্ষ থেকে বড় ধরনের বাধার মুখে পড়তে হবে না। অবশ্য প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যদি রিপাবলিকানদের হাতে থাকে তাহলে কিছুটা সমস্যা দেখা দেবে। প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে এ পর্যন্ত  রিপাবলিকান পার্টি এ পর্যন্ত ২১৪টি আসন পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র চারটি আসন প্রয়োজন।

এদিকে, ৬ ডিসেম্বর জর্জিয়াস রান-অফ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ার্নাকের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্শেল ওয়াকারের চেয়ে মূল ভোটে কিছুটা এগিয়েছিলেন কিন্তু কাঙ্খিত শতকরা ৫০ ভাগ ভোট না পাওয়ায় নির্বাচন রান-অফে গড়ায়। সেক্ষেত্রে রান-অফ নির্বাচনে রাফায়েল ওয়ার্নাকের জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বেশি
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে