ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

করোনা আক্রান্ত ৮০০ যাত্রী নিয়ে সিডনি বন্দরে ক্রুজ, কোভিড আতঙ্কে সতর্কতা অস্ট্রেলিয়ায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২২, ১০:১১ পিএম

করোনা আক্রান্ত ৮০০ যাত্রী নিয়ে সিডনি বন্দরে ক্রুজ, কোভিড আতঙ্কে সতর্কতা অস্ট্রেলিয়ায়

করোনা আক্রান্ত ৮০০ যাত্রী নিয়ে সিডনি বন্দরে ক্রুজ, কোভিড আতঙ্কে সতর্কতা অস্ট্রেলিয়ায়

নতুন করে কোভিড (Covid) আতঙ্ক অস্ট্রেলিয়ায় (Australia)। সম্প্রতি সিডনি (Sidney) বন্দরে নোঙর ফেলা একটি বিলাসবহুল ক্রুজ জাহাজের (Cruise Ship) ৮০০ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই শহরে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক। জনতাকে কোভিড বিধি মানতে অনুরোধ করেছে প্রশাসন। এদিকে ক্রুজের আক্রান্ত যাত্রীদের থেকে যাতে নতুন সংক্রমণ না ছড়ায় সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। আপাতত বিলাসবহুল প্রমোদ তরীতেই নিভৃতবাসের ব্যবস্থা হয়েছে করোনা আক্রন্তদের।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউথ ওয়েলস। সেখানাকার রাজধানী শহর এল সিডনি। সম্প্রতি সিডনি বন্দরে পৌঁছায় ম্যাজিস্ট্রিক প্রিন্সেস নামের ক্রুজটি। প্রমোদ তরী কর্তৃপক্ষ জানায়, ক্রুজে যাবতীয় কোভিড বিধি মানা হলেও ৮০০ জন যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। পরে এই তথ্য নিশ্চিত করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক। এর পরেই স্থানীয় প্রশাসনের তরফে টায়ার ৩ সতর্কতা জারি করা হয়। অস্ট্রেলিয়ায় আবার কোভিড সংক্রমণ বাড়ছে, সম্প্রতি একথা জানিয়েছিল অজি সরকারের স্বাস্থ্য মন্ত্রক। দেশের বেশ কিছু প্রান্তে নতুন করে কোভিড বিধি লাগু করা হয়েছে। এর মধ্যেই ম্যাজিস্ট্রিক প্রিন্সেস ক্রুজের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনায় অনেকের মনে পড়ছে রুবি প্রিন্সেস ক্রুজের ভয়াবহ কোভিড সংক্রমণের কথা। ২০২০ সালে রুবি প্রিন্সেস ক্রুজ জাহাজের ৯১৪ জন যাত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছিল। এদিন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে জানিয়েছেন, রুবি প্রিন্সেস ক্রুজ জাহাজটির সংক্রমণের থেকে দেশ শিক্ষা নিয়েছে। সিডিনির প্রমোদ তরীর আক্রান্তদের নিভৃতবাসের ব্যবস্থা করা হচ্ছে। ক্রুজ থেকে আক্রান্তদের কীভাবে নামানো হবে, তাঁদের কোথায় আইসোলেশনে রাখা হবে, এই বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও প্রিন্সেস ক্রুজ জাহাজটিতে কীভাবে সংক্রমণ ছড়াল, তার কোনও উত্তর নেই প্রমোদতরী কর্তৃপক্ষের কাছে। তাদের বক্তব্য, যাবতীয় কোভিড বিধি মানার পরেও এত লোক কীভাবে আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয় । স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রীদের থেকে সংক্রমণ যাতে শহরে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে ক্রুজের কর্মীরাও।

সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে