ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে, আভাস প্রাথমিক ফলাফলে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম

মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে, আভাস প্রাথমিক ফলাফলে

মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে, আভাস প্রাথমিক ফলাফলে
 মধ্যবর্তী নির্বাচনের ফলাফল অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের (US Senate) দখল ডেমোক্র্যাটদের (Democrats) হাতেই থাকছে। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা পেয়েছে যথাক্রমে ৫০ ও ৪৯ আসন। ১০০ আসনের সেনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসনের। ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। তাতে দুই শিবিরের আসন সংখ্যা সমান হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোটে সেনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্রেটরাই।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের জন্য নেভাদায় ভোট নেওয়া হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) ডেমোক্রেট দল সেখানে জয় পেয়েছে। ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাটল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এ জয়ের সুবাদেই সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটরা।
নিম্নকক্ষে যদিও এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। ৪৩৫ আসনের মধ্যে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন। রিপাবলিকানরা এখনও পর্যন্ত পেয়েছে ২১১টি আসন। ২০৩টি আসন পেয়েছে ডেমোক্রেটরা।
মধ্যবর্তী নির্বাচনের সুবাদে রিপাবলিকানরা এগিয়ে যাবে বলে মনে করা হয়েছিল। ভোটের ফল বলছে, লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। রিপাবলিকানরা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাইডেন প্রশাসন চাপে পড়বে সন্দেহ নেই।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে