এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম
উচ্ছেদের অনুমতি দেবে না রাজ্য, কেন্দ্রের জমি হলেও না, ফের বললেন মুখ্যমন্ত্রী
বাংলায় কাউকে জমি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না (State will not allow eviction)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ ফের সরকারের এই অবস্থানের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, কেন্দ্রীয় সরকারের জমি, রেল, বন্দর, খনি—কোনও জমি থেকেই কাউকে উচ্ছেদ করা যাবে না। এটা রাজ্য সরকারের নীতি।
মুখ্যমন্ত্রী আজ নবান্নে দ্রব্যমূল বৃদ্ধির বিষয়ে বিভাগীয় মন্ত্রী অফিসার এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই একজন মুখ্যমন্ত্রীকে একটি জায়গায় উচ্ছেদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ কাউকে উচ্ছেদ করতে পারবে না। আর রাজ্য সরকার কাউকে অনুমতি দেবেও না। এটাই সরকারের নীতি।
প্রসঙ্গত, বছর কয়েক আগে রাজ্য সরকারের তরফে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পতিত সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারীদের ধীরে ধীরে পাট্টা দেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনও সরকারি বিজ্ঞপ্তি বা আদালতের রায়কে হাতিয়ার করে জমি থেকে তুলে না দিতে পারে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে