ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম

ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান

ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা বন্ধ করা। আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাসের জন্য ইউরোপীয় পক্ষগুলো চেষ্টা চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।

আমেরিকা পরমাণু সমঝোতার তিন ইউরোপীয় সদস্য ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে সাথে নিয়ে আবারও ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব তৈরির পাঁয়তারা করছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে ওই প্রস্তাব পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

আমেরিকা সবসময়ই আইএইএ'র ত্রৈমাসিক বৈঠকের শুরুতে ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি দিয়ে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের অপচেষ্টা করে থাকে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেছেন, ইরান ইউরোপীয় পক্ষগুলোকে প্রয়োজনীয় বার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেলসহ ইউরোপের কোনো কোনো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইউরোপীয়রা যদি এই অগঠনমূলক পন্থা বন্ধ না করে তাহলে ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেন ইরানের জাতীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাবার ওপর গুরুত্ব দেন আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন আমেরিকা ইরানকে এই বার্তা দিতে চায় যে সমঝোতার ব্যাপারে তাদের তাড়া আছে। তবে ইরান বিষয়ক আমেরিকার প্রতিনিধি রবার্ট মালি নৈরাজ্যৈর প্রতি ইঙ্গিত করে বলেন: সমঝোতার বিষয়টি তাদের অগ্রাধিকার নয়।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে