এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম
কুয়েতে চাকরি হারাতে পারেন ১২ হাজার ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন
কুয়েতে (Kuwait) কর্মরত ভারতের প্রায় ১২ হাজার ইঞ্জিনিয়ার (Indian engineers) চাকরি (job) হারাতে পারেন। সে দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষার নিয়ামক সংস্থা কুয়েত সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স ভারতের কলেজগুলি থেকে পাস করা স্নাতকদের জন্য ডিগ্রি নিয়ে সংশয় প্রকাশ করে তা অনুমোদন না করাতেই এই বিপত্তি।
কুয়েতে কর্মরত বিদেশি ইঞ্জিনিয়ারদের থাকার অনুমতির রিনিউয়ালের সময় এই সোসাইটির ছাড়পত্র বাধ্যতামূলক৷
সেখানে কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, কুয়েত প্রশাসন তাঁদের জানিয়েছে, অনেক ভারতীয় কলেজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শংসাপত্র বা সার্টিফিকেটের দেশেই অনুমোদন নেই। সেই কলেজগুলি অনেক আগেই ভারতে অনুমোদন হারিয়েছে বলে তারা জানতে পেরেছে। স্বীকৃতি বাতিল কলেজের ১২ হাজার ইঞ্জিনিয়ারকে তারা চিহ্নিত করেছে। এই ইঞ্জিনিয়ারদের বেশিরভাগই কর্নাটকের।
এক স্মারকলিপিতে কর্ণাটকের ইন্ডিয়ান ফোরাম ফর এনআরআই ইঞ্জিনিয়ার্স বলেছে যে, কুয়েতে ভারতীয় দূতাবাসের কাছে তারা বিষয়টি উত্থাপন করেছে। কিন্তু মীমাংসা সূত্র মেলেনি।
সূত্রের খবর, কুয়েত প্রশাসন ২০১৮ সালে ইন্টারভিউ সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলি পুনঃযাচাইয়ের কাজ শুরু করে। ২০২০ সালে এই কাজে হাত দেয় সে দেশের পররাষ্ট্র মন্ত্রকও। থাকার মেয়াদ বৃদ্ধির আবেদন অনুমোদন করার সময় ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলির পুনঃযাচাই শুরু করে।
সম্প্রতি কুয়েত সরকার তাদের দেশে চাকরি করার জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রির নতুন মাপকাঠি নির্ধারণ করেছে। তার জেরেই চাকরি হারানোর শঙ্কার মুখে পড়েছেন ওই ইঞ্জিনিয়াররা। এরপর চিকিৎসক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাও একই সমস্যায় পড়তে চলেছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
ভারতীয় ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রমুখ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও কুয়েত প্রথম যেখানে তাঁদের ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ভারতের বিদেশ মন্ত্রককে এই সমস্যার সমাধানে উপযুক্ত পথ বের করতে হবে।
কর্নাটকের সেই ফোরামের বক্তব্য, ভারত সরকারকে কুয়েতকে বোঝাতে হবে যে এআইসিটিই, আইআইটি এবং এনআইটি দ্বারা অনুমোদিত কলেজ/বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত যেকোন পূর্ণ-সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে সংশয় প্রকাশ অনর্থক।
কুয়েতে কর্মরত এক ইঞ্জিনিয়ারের বক্তব্য, দ্রুত ভারত সরকার হস্তক্ষেপ না করলে বারো হাজার ভারতীয় চাকরি হারাবেন। পরিবার পরিজন নিয়ে তাঁদের দেশে ফিরে আসা ছাড়া উপায় থাকবে না। তুমুল আর্থিক ক্ষতির মুখে পড়বে সেদেশের ভারতীয় কোম্পানিগুলিও। বেশিরভাগ ইঞ্জিনিয়ার ভারতীয় কোম্পানির হয়েই সে দেশে গিয়েছেন।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে