ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে

ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে

 পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, কোনো দেশ ইউক্রেনের বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করলে মস্কো দ্রুত তার জবাব দেবে। সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের উদ্দেশে পুতিন বলেন, বাইরের কেউ ইউক্রেনে হস্তক্ষেপ করলে আমাদের জবাব হবে বজ্র গতিতে। রাশিয়ার কৌশলগত নিরাপত্তায় হুমকির জবাব ক্রেমলিন কীভাবে দেবে সেই সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। বিবিসি,পার্স টুডে

 তিনি আরো বলেন, জবাব দেওয়ার জন্য আমাদের কাছে সব সরঞ্জাম আছে, যা নিয়ে আমরা ছাড়া কেউ বড়াই করতে পারে না। তবে আমরা তা নিয়ে দম্ভ করবো না, প্রয়োজন হলে আমরা সেসব ব্যবহার করবো। 

ইউক্রেন যুদ্ধের জন্য পুতিন পশ্চিমা দেশগুলোকে দায়ি করছেন। এখন পর্যন্ত ২৫টি পশ্চিমা দেশ ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেন, সমরাস্ত্র ও ভাড়াটে সেনা পাঠিয়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে আরো বেশি রক্তপাত ঘটানোর ক্ষেত্র তৈরি করে দিচ্ছে।