ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

বিকৃত যৌনতা প্রচারের সাজা, টিভি পরিচালক-সহ ১০জনকে ৮৬৫৮ বছরের জেল তুর্কির আদালতের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

বিকৃত যৌনতা প্রচারের সাজা, টিভি পরিচালক-সহ ১০জনকে ৮৬৫৮ বছরের জেল তুর্কির আদালতের

বিকৃত যৌনতা প্রচারের সাজা, টিভি পরিচালক-সহ ১০জনকে ৮৬৫৮ বছরের জেল তুর্কির আদালতের

তুর্কির (Turkey) রাজধানী ইস্তানবুলের একটি আদালত দশজন ব্যক্তিতে ৮৬৫৮ বছরের (8658 Years) কারাবাসের (Jail) সাজা দিয়েছে। সাজার এমন চমকে দেওয়া বিধান নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা।
সরকারি সূত্রের খবর, ওই দশজনকে প্রথমে এক হাজার বছরের কারাবাসের সাজা দিয়েছিল ইস্তানবুলের একটি নিম্ন আদালত। বুধবার সাজার মেয়াদ বৃদ্ধি করে ৮৬৫৮ বছর করে দিয়েছে উচ্চ আদালত।

মূল অভিযুক্তের (Sex Cult Leader) নাম আদনান ওক্তার। সে তুর্কির একটি জনপ্রিয় টিভি শো-এর পরিচালক। তার বিরুদ্ধে টিভি শো-তে অশ্লীল দৃশ্য প্রচার করার অভিযোগ রয়েছে। এছাড়াও যৌন উৎপীড়ন-সহ মহিলাদের নিয়ে নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
দীর্ঘদিন ধরে আদনান ওক্তারের এইসমস্ত কার্যকলাপ নিয়ে তুর্কিতে বিরোধিতা শুরু হয়েছিল। ধর্মীয় সংগঠনগুলিও ক্ষিপ্ত হয়ে উঠেছিল তার বিরুদ্ধে। 
২০১৮ সাল থেকে সে তুর্কির জেলে বন্দি। বাকি অপরাধীরা হল ওই টিভি কোম্পানির মালিক এবং আদনানের সহযোগী।


 খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে