এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম
টুইটারের কর্মীই ছিলেন না, তবু ছাঁটাই হওয়ার প্র্যাঙ্ক করেছিলেন! তাঁদের সঙ্গে কী করলেন ইলন মাস্ক
বুধবার মধ্যরাতে টুইটার (Twitter) মালিক ইলন মাস্কের (Elon Mask)দুটি টুইট ঘিরে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। গণছাঁটাইয়ের (Lay Off) পর নাকি ফের ‘বরখাস্ত’ দুই কর্মীকে কাজে ফেরালেন মাস্ক!
অবাক হলেন নাকি? বাস্তবে এমন ঘটনার ভূরিভূরি উদাহরণ থাকলেও ইলন মাস্ক তেমন কিছু করেননি। তাহলে তিনি তাঁর মধ্যরাতের টুইটে যে দু’জনের সঙ্গে ছবি দিয়ে ‘স্বাগত’ জানিয়েছেন তাঁরা কারা? একজনের নাম লিগমা ও আর একজনের নাম জনসন। বাস্তবে এঁরা কোনওদিনই টুইটারের কর্মী ছিলেন না!
সোশ্যাল মিডিয়ায় এই জুটি নানান রকম ‘প্র্যাঙ্ক’ বা মজা করার জন্য বিখ্যাত। ইলন মাস্ক যখন গণছাঁটাই করেন টুইটারে তখন এই জুটি একটি মজার ছবি পোস্ট করেছিল। যা খুবই ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এই জুটি হাতে বক্স নিয়ে বেরিয়ে যাচ্ছে সান ফ্রান্সিসকোর টুইটারের হেড অফিস থেকে। মনে হচ্ছিল যেন তাঁদের বরখাস্ত করা হয়েছে!
সেই জুটির সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘ওয়েলকাম ব্যাক লিগমা ও জনসন।’ সঙ্গে আরও একটি টুইট করেন ইলন। তাতে লেখা, ‘আমি যখন ভুল করেছি, তখন স্বীকার করতে অসুবিধা নেই। ওদের বরখাস্ত করা ঠিক হয়নি।’
ইলনের এই কৌতুক টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। অনেকেই বলছেন, এক ফ্রেমে তিন মিম লেজেন্ড। কেউ আবার লেখেন, মাস্কের এমন উপহাস করা ঠিক হয়নি। এমনিতেই গণছাঁটাইয়ের পর প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশ্বের ধনীতম ব্যক্তিকে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে