ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা, পিছন থেকে সজোরে ধাক্কা পাইলট কারে! তারপর…


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা, পিছন থেকে সজোরে ধাক্কা পাইলট কারে! তারপর…

দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা, পিছন থেকে সজোরে ধাক্কা পাইলট কারে! তারপর…


 জলপাইগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক তৃণমূল নেতা। অল্পের জন্য রক্ষা পান বড়সড় বিপদের হাত থেকে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় এশিয়ান হাইওতে ঘটে এই দুর্ঘটনা (Alipurduar Accident)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কোচবিহার থেকে নিজের গাড়িতে জলপাইগুড়ি যাচ্ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্র‍তিম রায় (Parthapratim Roy)। সেই সময় এশিয়ান হাইওতে হঠাৎই উল্টোদিক থেকে আসা একটি স্কুটিকে বাঁচাতে দিয়ে জোরে ব্রেক কষে পার্থর গাড়ির চালক। ফলে আচমকাই পেছন থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে তৃণমূল নেতার গাড়িতে। এতে পার্থপ্রতিমের গাড়ির পেছনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যায় মাদারিহাট থানার পুলিশ। তবে জানা গেছে, তেমন বড়সড় কোনও বিপদ হয়নি। সুস্থ আছেন পার্থপ্রতিমবাবু ও তাঁর গাড়ির চালক। তবে এই দুর্ঘটনার ফলে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূল নেতা। 
তবে এই দুর্ঘটনার ফলে বুকে সামান্য চোট পান তিনি। জানা যায়, তিনি বুকে ব্যাথা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে