ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল! ময়নাগুড়িতে গলায় দড়ি দিল যুবক, অভিযুক্ত চার ‘বন্ধু’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল! ময়নাগুড়িতে গলায় দড়ি দিল যুবক, অভিযুক্ত চার ‘বন্ধু’

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল! ময়নাগুড়িতে গলায় দড়ি দিল যুবক, অভিযুক্ত চার ‘বন্ধু’

 প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থার ভিডিও ভাইরাল (Intimate Video Viral) হয়ে গিয়েছিল নিছক মজার ছলে। কিন্তু মজা আর মজা রইল না। সামাজিক লজ্জা সইতে না পেরে আত্মহত্যা (Suicide) করলেন সেই ভিডিওর যুবক। সোশ্যাল মিডিয়ায় নিম্নরুচির ইয়ার্কি-ফাজলামি যে আদতে কতটা মারাত্মক হতে পারে, তারই চরম নিদর্শন দেখা গেল ময়নাগুড়িতে। আত্মহত্যার আগে একটি ভিডিও-তে অভিযুক্তদের নাম উল্লেখ করে জবানবন্দিও দিয়ে যান অসীম অধিকারী নামে ২১ বছরের ওই যুবক।
কী ঘটেছিল?
এক যুবক তাঁর বান্ধবীর সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলেছিলেন। ওই ভিডিওটি কোনওভাবে এক বন্ধুর কাছে চলে যায়। এর পর সেই ভিডিও ক্রমাগত হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়তে থাকে। এভাবে ভিডিওটি ভাইরাল না করার জন্য অনেকবার আবেদন জানিয়েছিলেন অসীম। অভিযোগ, তার পরেও এই ভিডিও ক্রমাগত ভাইরাল করে দেয় অভিযুক্ত চারজন। শেষমেশ গ্লানিতে আত্মঘাতী হন ওই যুবক। 

বৃহস্পতিবার অসীমের পরিবারের তরফে ময়নাগুড়ি থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সঙ্গে সঙ্গেই ময়নাগুড়ি থানার পুলিশ তিনজন যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। চতুর্থ আর এক যুবকের খোঁজ শুরু হয়েছে।
মৃত্যুর আগে একটি ভিডিও রেকর্ডে ওই যুবক বলে গেছেন, ‘মা-বাবা, আমি তোমাদের ভালবাসি। চারজনের জন্য আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি ওদের বারবার বলেছিলাম এই কাজ না করতে। তোমরা এর বদলা নিও। সকলে ভাল থাকবেন।’ অভিযুক্ত চারজন যুবকের নামও জানিয়ে গিয়েছেন অসীম। ময়নাগুড়ির চূড়া ভাণ্ডার এলাকার ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

অসীমদের প্রতিবেশী বিনোদ রায় জানান, এই ঘটনা সামনে আসতেই অসীম রীতিমতো ডিপ্রেশনে চলে যান। এর পরে বেশ কয়েকদিন ধরে তিনি নিজেকে ঘরবন্দি করে নেন। শেষমেশ বুধবার বিকেলে তিনি গলায় দড়ি দেন। অসীমের মা ঘরে এসে দেখতে পান এই দৃশ্য। তাঁর চিৎকার শুনে সবাই ছুটে আসে। এর পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার পরেই সেই ভিডিও পরিবারের লোকজন দেখতে পান। (
মৃত যুবকের বাবা অমূল্য অধিকারী বলেন, ‘বন্ধুদের জন্যই এমন অবস্থা হল। ভিডিওতে পরিষ্কার করে তাদের নাম বলে দিয়েছে আমার ছেলে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।’

জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, অভিযোগের ভিত্তিতে আপাতত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আর একজনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে