এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২, ০১:১১ পিএম
শীতে কিয়েভের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে: ইউক্রেনের প্রধানমন্ত্রী
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইহাল বলেছেন, দেশটির স্পর্শকাতর স্থাপনাগুলোতে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে দেশের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেক অকার্যকর হয়ে পড়েছে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে আরো বলেছেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে গেলে রাজধানী কিয়েভের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী কিয়েভ সফররত ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভ্যালডিস দোমব্রোসকিসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, গত ১৫ নভেম্বর মাত্র একদিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া অন্তত ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, দুঃখজনকভাবে সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতে রুশ হামলা অব্যাহত রয়েছে এবং এর ফলে আমাদের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি আলাদা এক বক্তব্যে বলেছেন, রাজধানী কিয়েভসহ তার দেশের ১৭টি প্রদেশ মারাত্মক বিদ্যুৎ সংকটে ভুগছে। তবে প্রকৌশলিরা পাওয়ার গ্রিড মেরামতের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন এবং লোডশেডিংয়ের পরিমাণ কমে এসেছে বলেও দাবি করেছেন তিনি।
রাশিয়া বরাবরই ইউক্রেনের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে এসেছে। মস্কো বলছে, রুশ সেনাবাহিনী শুধুমাত্র ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবারও এক বিবৃতি প্রকাশ করে বলেছে, তারা যেসব জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলো সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে