এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম
আমেরিকা ইরানের কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি: প্রেসিডেন্ট রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিগত চার দশকে ইরানির উন্নতি ও অগ্রগতির সামনে আমেরিকা বহুবার পরাজিত হলেও সেসব পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করেনি। তিনি শনিবার ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আলবুসাঈদির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
রায়িসি বলেন, গত চার দশকে ইরানের অগ্রগতির মোকাবিলায় আমেরিকার ক্রোধ ও শত্রুতা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।কিন্তু মার্কিনীরা এখন পর্যন্ত সেসব ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি।তিনি বলেন, ইরানের মোকাবিলায় আমেরিকার নেতৃত্বাধীন দাম্ভিক ব্যবস্থার শত্রুতামূলক আচরণ এখন আর বিশ্বের কারো অজানা নয়।
এর আগে শনিবারই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ভাষণে বলেন, দাম্ভিক শক্তিগুলো ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে অসন্তুষ্ট কারণ ইসলামি প্রজাতন্ত্রের অভূতপূর্ব অগ্রগতি পশ্চিমাদের কথিত লিবারেল ডেমোক্রেসিকে ইতিহাসের আস্তাকুড়ের দিকে নিয়ে যাচ্ছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট আবারও ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার জন্য তার দেশের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে