এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম
আইএইএ'র পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র নির্বাহী পরিষদের ইরানবিরোধী প্রস্তাব অগঠনমূলক এবং এই পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হবে।
আজ (শনিবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বাদ্র আলবুসাঈদি'র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আইএইএ এমন সময় ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে যখন এর দুই সপ্তাহ আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদল ভিয়েনা সফর করেছেন। সেখানে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে এবং আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এই অঞ্চলে বিজাতীয় সেনাদের উপস্থিতিকে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করে এবং বর্তমানে পারস্য উপসাগরীয় ও ওমান সাগর উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য বিদেশি সেনারা হুমকি হিসেবে গণ্য হচ্ছে।
এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা ইরানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ নীতি গ্রহণ করেছে এবং তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।#
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে