ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

ইরানে দাঙ্গাবাজদের হামলায় আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা শহীদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম

ইরানে দাঙ্গাবাজদের হামলায় আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা শহীদ

ইরানে দাঙ্গাবাজদের হামলায় আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা শহীদ

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা শাহাদাত বরণ করেছেন। 

ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, গতকাল (শুক্রবার) কিছু সুযোগসন্ধানী ও দাঙ্গাবাজ লোক আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা নাদের বেইরামিকে হত্যা করে। এসব দুর্বৃত্ত ইরানের নিরাপত্তা বিঘ্নিত করে শত্রু দেশগুলোকে খুশি করতে চায়। 

শুক্রবার কেরমানশাহ প্রদেশের ‘সাহনে’ শহরে দাঙ্গাবাজদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের খবর পেয়ে বেইরামি দাঙ্গা থামাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। কিন্তু এ সময় তাকে ছুরি মেরে হত্যা করা হয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সাহনে শহরের গভর্নর জাহানবাখশ জাঙ্গানে বলেছেন, পুলিশ শুক্রবার নাশকতামূলক তৎপরতা চালানোর দায়ে বেশ কয়েক ব্যক্তিকে আটক করেছে।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। বিদেশিদের উস্কানিতে দাঙ্গাবাজরা পুলিশসহ নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে এবং সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাট করছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে