ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রাশিয়ার হামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রাশিয়ার হামলা

ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রাশিয়ার হামলা

ইউক্রেনের যাপোরিজিয়া শহরে অবস্থিত একটি বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় বিমান হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল (রোববার) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স যাপোরিজিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার ওপর নিখুঁতভাবে বিমান হামলা চালায় এবং কারখানাটি ধ্বংস হয়ে গেছে। এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গিবিমান তৈরি করা হতো। এ হামলা কখন চালানো হয়েছে তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে যদিও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি, তবে ওই কারখানার ওপর হামলাটি হয়েছে সম্ভবত শনিবার সকালের দিকে।

বিামন হামলায় যাপোরিজিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল করার কারখানাসহ একটি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়। এই কারখানায় তুরস্কের বাইরাকতার অ্যাটাক ড্রোনও উৎপাদন করা হতো।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে