ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

অবৈধ অস্ত্রশস্ত্র ও বোমা বারুদে পশ্চিমবঙ্গ ভরে গেছে: দিলীপ ঘোষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

অবৈধ অস্ত্রশস্ত্র ও বোমা বারুদে পশ্চিমবঙ্গ ভরে গেছে: দিলীপ ঘোষ

অবৈধ অস্ত্রশস্ত্র ও বোমা বারুদে পশ্চিমবঙ্গ ভরে গেছে: দিলীপ ঘোষ

ভারতে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, অবৈধ অস্ত্রশস্ত্র ও বোমা-বারুদে সারা পশ্চিমবঙ্গ ভরে গেছে। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

এর আগে রাজ্যের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘বিভিন্ন অস্ত্র উদ্ধার ও বোমা উদ্ধারে পুলিশের কাজ প্রশংসনীয়। বিজেপি গন্ডগোল পাকানোর জন্য বোমা মজুদ করেছে।’ 

ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা জবাবে আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,  'পুলিশ যদি বোমা উদ্ধার করত তাহলে এত ফাটছে কী করে? হয়ত অন্য জায়গাতে উদ্ধার করছে, তৃণমূল নেতাদের বাড়িতে যে অবৈধ বোমা-বন্দুক আছে সেটা উদ্ধার করছে না। গন্ডগোল সেখানেই হচ্ছে। যেখানে বোমা ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে। তারপরে খবর হচ্ছে। আপনারা লোককে জানাচ্ছেন, জানতে পারছে লোক। আমার মনে হয়, যেখানে রেইড করবে সেখানেই পাওয়া যাবে। কেন পুলিশ করছে না? পুলিশ সব জানে। পুলিশের মাধ্যমেই অস্ত্রশস্ত্র আসছে পুলিশকে জানিয়ে আসছে। তাই সব জায়গায় ভরে গেছে।' 

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি আজ কটাক্ষ করে বলেন, 'উনি গতবারেও বলেছিলেন। কিন্তু ৩০/৫০ জন মারা গিয়েছিল। বোমা, বন্দুক! মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। সেরকম শান্তিপূর্ণ নির্বাচন এবার করতে চাচ্ছেন।’ এবারে আগে থেকেই বোমা-বন্দুকের আওয়াজ আসছে, আরো ভয়ঙ্কর হবে' বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে