ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২

ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৫২-তে পৌঁছেছে। এর মধ্যে বহু সংখ্যক স্কুল শিক্ষার্থী রয়েছে। এ ভূমিকম্পে কয়েকশো মানুষ আহত হয়েছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল (সোমবার) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার জনবহুল এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য তৎপরতা চলছে। তবে ভূমিধস এবং দুর্গম অঞ্চল হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

গতকাল দুপুর একটার দিকে এই ভূমিকম্প আঘাত হানে এবং সে সময় বেশিরভাগ স্কুল শিক্ষার্থী স্কুলে ছিল। যার কারণে হতাহতদের মধ্যে স্কুল শিক্ষার্থী বেশি। এরইমধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিয়াঞ্জুর শহর পরিদর্শন করেছেন।

গতকালের ভূমিকম্পে প্রায় আড়াই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৪ হাজার মানুষ উদ্বাস্ত হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে