এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম
ভেনিজুয়েলার বিদ্যুৎ কেন্দ্র মেরামত করে দেবে ইরান
ভেনিজুয়েলার বিদ্যুৎ কেন্দ্র মেরামত করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্র মেরামত বিষয়ক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরাদি আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
তেহরানে ২২তম আন্তর্জাতিক বিদ্যুৎ শিল্প মেলার অবকাশে সাংবাদিকদের তিনি আরও বলেন, ভেনিজুয়েলার সরকার সেদেশের ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন কেন্দ্র মেরামতের জন্য সহযোগিতা চেয়েছে এবং ইরানের সঙ্গে এই বিষয়ে সমঝোতা চুক্তি সই করেছে।
তিনি আরও বলেন, ইরানের সংসদ স্পিকারের আসন্ন ভেনিজুয়েলা সফরের সময় এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে।
মাসুদ মোরাদি বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রের মেরামত ও সংস্কারের শতভাগ কাজ করছে ইরানি বিশেষজ্ঞরা। ইরানের রাজধানী তেহরানে গত তিন দিন ধরে জাতীয় বিদ্যুৎ শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে