ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম

ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে লিমন কুমার রায় (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রথমে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সহপাঠীরা পৌনে ১১টায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর "ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ"তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দোলাপাড়া গ্রামে।তার বাবার নাম প্রতাপ চন্দ্র রায়।

হাসপাতালে নিয়ে আসা রিমন সহ শিক্ষার্থীরা জানিয়েছেন, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্জ ভবন থেকে নিচে পড়ে  পড়ে গিয়ে গুরুতর আহত হয় পরে সেখান থেকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঢাবির ছাত্ররা তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসেন। তারা জানিয়েছেন, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে গেছে লিমন।

জগন্নাথ হলের আবাসিক শিক্ষক চন্দন কুমার দাস জানান, লিমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী; থাকতেন ওই ভবনে।