ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

জেরুজালেমে ২ বিস্ফোরণে নিহত ১, আহত ১৮


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২২, ১১:১১ পিএম

জেরুজালেমে ২ বিস্ফোরণে নিহত ১, আহত ১৮

জেরুজালেমে ২ বিস্ফোরণে নিহত ১, আহত ১৮

অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দু'টি বাসস্ট্যান্ডে আলাদা বিস্ফোরণে একজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শহীদ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেমের দুটি বাসস্ট্যান্ডের বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ১৮ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কোনো কোনো সূত্র বলছে, বিস্ফোরণে অন্তত দু'জন ইহুদিবাদী প্রাণ হারিয়েছে।

প্রথম বিস্ফোরণটি হাইওয়ে সড়কের পাশের একটি বাসস্ট্যান্ডে ঘটে। সে সময় পৃথক স্থানে আরেকটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ইয়োসেফ হাইম গাবে নামের একজন চিকিৎসক বলেছেন, এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

ইসরাইলের কোনো কোনো গণমাধ্যম বলছে, একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সম্প্রতি পশ্চিম তীরে প্রতিরোধ সংগ্রাম জোরদার হয়েছে। এ পরিস্থিতিতে সেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হত্যা-নির্যাতন বেড়েছে।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে