ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বলিউড তারকা আমীর খানের ভিন্ন রকম বিপণন কৌশল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

বলিউড তারকা আমীর খানের ভিন্ন রকম বিপণন কৌশল

বলিউড তারকা আমীর খানের ভিন্ন রকম বিপণন কৌশল

বেশ কিছুদিন থেকেই আমীর খান একটি গল্প বলার কথা বলে যাচ্ছেন। এই গল্পে থাকবে নানা ধরনের তত্ত্ব কথা। কিন্তু ভক্ত-দর্শক ধরেই নিয়েছে, তার নতুন গল্প হলো তিনি ‘লাল সিং চাড্ডা’ ছবির টিজার মুক্তি দেবেন। তানাহলে মুক্তি দেবেন ছবির গতিশীল কোনো পোস্টার বা নতুন কোনো ছবির ঘোষণা দেবেন। কিন্তু আমীর খান এমন একজন রহস্যময় অভিনেতা যাকে বুঝে উঠা খুব মুশকিল। তিনি যে কৌশলই অবলম্বনই করুন না কেন, সবটাই হলো তার নতুন ছবি বিপণননের জন্য করা।

এবারও তিনি একটি ‘কাহিনী’ বলবেন বলে সকলকে কৌতুহলোদ্দীপক করে তুলতে পেরেছেন। বুধবার সকালে তিনি একটি রেডিও চ্যানেলের মাধ্যমে সেই কৌতুহলী কাহিনী প্রকাশ করেছেন। রেডিও চ্যানেলটিতে তিনি মুক্তি প্রতিক্ষীত ‘লাল সিং চাড্ডা’র টাইটেল গানটির অডিও প্রকাশ করেছেন। গানটি গেয়েছেন মোহন কান্নান। প্রীতমের সুরে এই গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এখানে চমকটা কোথায়? গানটির মুক্তির চমক হলো ট্রেলার মুক্তি দেওয়ার আগে গান মুক্তি দেওয়া, যা আমীর তার জীবনের প্রথম করলেন। ছবি মুক্তির তিন মাস আগে তিনি গানটি মুক্তি দিলেন। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে আগামী ১১ আগস্ট। প্রথম গানটি রেডিওতে মুক্তি দেওয়ার সময় আমীর খান বলেন, ছবির সব ক’টি গানই অডিওতে প্রকাশ করা হবে।

হলিউডে নির্মিত এবং টম হ্যাংস অভিনীত ‘ফরেস্ট গাম্প’কে ভিত্তি করে ‘লাল সিং চাড্ডা’র চিত্রনাট্য তৈরি হয়েছে। অদভুত চন্দনের পরিচালনায় নির্মিত ‘লাল সিং চাড্ডা’য় আমীর খান ছাড়াও রয়েছেন কারিনা কাপুর। ছবিটিতে নায়কের চোখ দিয়ে ভারতের ইতিহাসে বিচরণ করা হয়েছে।