ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Logo
logo

খেলার শেষ মিনিটে ওয়েলসকে কাঁদিয়ে ইরানের জয়


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

খেলার শেষ মিনিটে ওয়েলসকে কাঁদিয়ে ইরানের জয়

খেলার শেষ মিনিটে ওয়েলসকে কাঁদিয়ে ইরানের জয়

অনেক দুঃখ নিয়ে মাঠ ছাড়লো ওয়েলস সেনারা। প্রথমত দলের এক নম্বর গোলরক্ষকের লাল-কার্ড, দ্বিতীয়ত খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দুই গোল হজম করা। এ অবস্থায় একবুক হতাশা ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেনি ইংল্যান্ডের দ্বীপ দেশ ওয়েলস।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়া ইরান এদিন জয়ের জন্য মরিয়া হয়ে ছুটছিল। রেফারি যখন খেলা শেষের বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই অঘনট ঘটালো ইরান। ওয়েলসের ডি-বক্সের বাইরে বল পেয়ে যান ইরানিয়ান ডিফেন্ডার রোজবেহ চেসমি। কিছু বুঝে উঠার আগেই আচমকা ওয়েলসের গোলমুখে সজোরে শট মারেন চেসমি। আর তাতে খেলার শেষ বাঁশি বাজার কিছু সময় আগে লিড পেয়ে যায় ইরান।

ওয়েলসের হারও তাতে নিশ্চিত হয়ে যায় প্রায়। স্টেডিয়ামে উপস্থিত ওয়েলস দর্শকদের মাথায় হাত। দুঃখ শেষ করে মাথা থেকে ওয়েলস দর্শকরা হাত নামাতে যাবেন, ঠিক সেই সময় আবারও আক্রমণ ইরানের। ইনজুরি সময়েই তিন মিনিটের ব্যবধানে ওয়েলসের জালে আবারও গোল করে বসেন ইরানের রামিন রেজাইন। যার ফলে আহমেদ বিন আলী স্টেডিয়ামে শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানের জয়ের হাসি হাসে ইরান। ফেভারিট হয়েও হার দেখে মাঠ ছাড়ে গ্যারেথ বেলের ওয়েলস।